Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাসিকের প্রস্তুতি সভা

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২০, ১২:০০ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল সকালে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটির সহিত সঙ্গতি রেখে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় সকল অনুষ্ঠান সমূহ বাস্তবায়িত হবে। মহানগরীতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন, সেবা প্রদান এবং সাজসজ্জা ও পরিস্কার পরিছন্নতা বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা পেশ করা হয়। সভায় জানানো হয়, বছরব্যাপী নানা আয়োজনের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, স্মরণিকা প্রকাশ, দোয়া মাহফিল, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, রক্তদান কর্মসূচি, পরিস্কার পরি”ছন্নতায় বিশেষ অভিযান, বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, ডিজিটাল স্ক্রীন স্থাপন পোস্টার ব্যানার ও ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ, আনন্দ র‌্যালির আয়োজনসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোকে বর্ণিল সাজে সজ্জিতকরণে আলোকচিত্র, আলপনা করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু

৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ