Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দোনেশিয়ায় ট্রাফিক জ্যামে পড়ে মৃত্যু ১২

প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইন্দোনেশিয়ায় ট্রাফিক জ্যামে আটকে থেকে পানি স্বল্পতা ও ক্লান্তির কারণে অন্ততপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। বিবিসি বলছে, দেশটির জাভা দ্বীপে তিন লেনের রাস্তায় কয়েক দিন ধরে সারা দিনই ট্রাফিক জ্যাম ছিল। ঈদ পালনের উদ্দেশ্যে অসংখ্য মানুষ তাদের গ্রামের বাড়িতে ভ্রমণ করছিলেন। কিন্তু একটি একক ট্রাফিক মোড়ে তারা অপেক্ষা করতে বাধ্য হন। ট্রাফিক জ্যামে আটকে থেকে মৃত্যুবরণকারীদের অধিকাংশই বয়স্ক মানুষ। গাড়ি উত্তপ্ত হয়ে যাওয়ায় তাদের এই পরিণতি হয়েছে। একটি শিশু বিষাক্ত ধোঁয়ার কারণে মারা যায়। দ্বীপটির যেখানে ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছিল সেখানে সপ্তাহজুড়েই দিনের তাপমাত্রা ছিল প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস। কর্তৃপক্ষ জরুরি চিকিৎসাসেবার প্রয়োজনে হটলাইট প্রতিষ্ঠা করে গাড়ির চালকদের জরুরি প্রয়োজনে ফোন করার আহ্বান জানিয়েছে। কিন্তু কেউ অসুস্থ বোধ করলে কীভাবে জরুরি চিকিৎসাকারী দল সেখানে পৌঁছবে সে বিষয়টি পরিষ্কার নয়। পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন, গত রোববার ও মঙ্গলবারের মধ্যে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে। দ্বীপটিতে ১৩ মাইলেরও বেশি দীর্ঘ ট্রাফিক জ্যাম ছিল। পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র হেমি প্রামুরাহারজো বলেন, রাস্তায় কোনো খালি জায়গা নেই। এর সমাধান আমাদের কাছে নেই। ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যারা অনেক দূরে গাড়িতে ভ্রমণের পরিকল্পনা করেছেন তাদের বিশ্রাম নেওয়া এবং প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করা প্রয়োজন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়ায় ট্রাফিক জ্যামে পড়ে মৃত্যু ১২
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ