মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতে মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ভারতের বিহার রাজ্যে সংঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, গত শুক্রবার বিহারের ভোজপুর এলাকায় শাহপুর শহরে এ ব্যাপারে কয়েক হাজার মুসলমান বিক্ষোভকারী সড়কে নেমে তীব্র বিক্ষোভ প্রদর্শন করে। শুক্রবার জুমা নামাজ শেষে জড়ো হওয়া বিক্ষোভকারীদের সঙ্গে এ সময় পুলিশের সংঘর্ষ হয়। উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার পাশাপাশি একডজনেরও বেশি দোকানে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরের আঘাতে ঘটনাস্থলে থাকা কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন। এ সময় মহকুমা পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে আধা ডজন সরকারি কর্মকর্তা এবং পুলিশ কর্মী পাথরের আঘাতে আহত হয়। ক্ষুব্ধ জনতাকে শান্ত করতে ব্যর্থ হওয়ার পর পুলিশ এলোপাতাড়ি গুলি চালায়। ভোজপুরের পুলিশ সুপার ছত্রনিল সিং গুলি চালানো সম্পর্কে সাফাই দিয়ে বলেন, মুসলিম বিক্ষোভকারীরা পুলিশ এবং লোকেদের ওপরে পাথর ছোঁড়াসহ দোকানে আগুন ধরিয়ে দেয়ায় পুলিশকে গুলি চালাতে হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করা হয়। বিবিসি, এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।