মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের স্থলসীমান্ত দিয়ে ২৪ ঘণ্টায় প্রায় ১০ হাজার শরণার্থীর প্রবেশ ঠেকিয়ে দিয়েছে গ্রিস। গ্রিসের এক সরকারি কর্মকর্তা রোববার একথা জানিয়েছেন। আটকে দেওয়া অনেক শরণার্থীকে তুরস্কের এভরস সীমান্ত এলাকায় পাঠানো হয়েছে। শরণার্থীদেরকে সীমান্ত পাড়ি দিতে তুরস্ক উৎসাহিত করছে বলে অভিযোগ করেছেন গ্রিক উপ-প্রতিরক্ষামন্ত্রী আলকিভিয়াদিস স্টেফানিস। তিনি বলেন, “তুরস্ক কেবল তাদের সমর্থনই করছে না সহায়তাও করছে।” তুরস্ক ইউরোপীয় ইউনিয়নমুখী (ইইউ) শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত জানানোর পর এ সমপ্তাহে বিপুল সংখ্যক মানুষ সীমান্তে ভিড় করেছে। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সিরীয় সরকারি বাহিনীর হামলায় ৩৩ তুর্কি সেনা নিহত হওয়ার পর এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এর মধ্য দিয়ে সিরিয়া সংঘাত নিয়ে ইইউ দেশগুলোর ওপর চাপ সৃষ্টিরই চেষ্টা নিয়েছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন, সিরিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা শরণার্থীদের আর সামলাতে পারবে না তার দেশ। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।