Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ৮:২৫ পিএম

বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকির চূড়ান্ত পর্বে পঞ্চম দিন জয় পেয়েছে রংপুর কেরামতিয়া উচ্চ বিদ্যালয় ও দিনাজপুর মিউনিসিপ্যাল স্কুল। সোমবার দুপুরে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে কেরামতিয়া উচ্চ বিদ্যালয় ২-১ গোলে হারায় ফরিদপুর মুসলিম মিশন স্কুলকে। বিজয়ী দলের হয়ে মোহাম্মদ বিশাল ও আয়ন মিয়া একটি করে গোল করেন। ফরিদপুরের সোয়েব মোল্লা এক গোল শোধ দেন।

একই ভেন্যুতে বিকেলে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে দিনাজপুর মিউনিসিপ্যাল স্কুল ৩-২ ব্যবধানে হারায় খুলনা নৌবাহিনী স্কুল এন্ড কলেজকে। মিউনিসিপ্যাল স্কুলের চাঁদ শরিফ দু’টি ও ফয়সাল ইসলাম একটি গোল করেন। নৌবাহিনী স্কুলের পক্ষে দু’গোল শোধ দেন রুহুল আমিন তুষার ও সিয়াব শাহরিয়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হকি

২ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ