Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ড্রোনের কাছে পরাজিত হবে

মার্কিন এফ-৩৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ১২:০২ এএম

মার্কিন খ্যাতনামা বৈদ্যুতিক মোটর গাড়ি টেসলা এবং বেসরকারি মহাকাশ যান সংস্থা স্পেসএক্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক বলেছেন, যুদ্ধ বিমানের দিন শেষ হয়ে গেছে। যুদ্ধে ড্রোনের কাছে হেরে যাবে পেন্টাগনের সবচেয়ে দামি জঙ্গি বিমান এফ-৩৫ । দূর থেকে ড্রোন পরিচালনা করে মানুষ তবে অনেক বেশি স্বনির্ভরতা থাকায় এর উড্ডয়ন কৌশল হয় অনেক উন্নত। কাজেই ড্রোনের মোকাবেলায় এফ-৩৫’র জেতার কোনও সম্ভাবনা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের লকহেড মার্টিন নির্মিত এফ-৩৫ যুদ্ধ বিমানের মডেল ভেদে চলতি বাজার মূল্য নয় কোটি ৪০ লাখ থেকে ১২ কোটি ২০ লাখ ডলার পর্যন্ত হতে পারে। তিনি বলেন, আগামী দিনে জঙ্গি বিমান নয় বরং যুদ্ধে লড়বে ড্রোন বহর। তিনি আরও বলেন, আমরা চাই বলেই এমনটি ঘটবে না বরং ভবিষ্যতে এমনটিই ঘটতে চলেছে। যুক্তরাষ্ট্রর অরল্যান্ডোতে বিমান যুদ্ধ সংক্রান্ত সিম্পোজিয়ামে মার্কিন বিমান বাহিনীর লে. জেনারেল জন থমসনের সঙ্গে আলাপের সময় এ সব কথা বলেন তিনি। মহাকাশ গবেষণায় এবং তৎপরতার ক্ষেত্রে উদ্ভাবন,আবিষ্কার এবং সৃজনশীলতার ওপর গুরুত্ব দেয়ার কথাও বলেন তিনি। তিনি বলেন, এমনটি না করা হলে মহাকাশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দ্বিতীয় সারিতে চলে যাবে সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। পার্সটুডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন এফ-৩৫
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ