Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুখ্যমন্ত্রী অরবিন্দের ক্ষতিপূরণ ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ১২:০২ এএম

দিল্লিতে সহিংসতার শিকার হয়ে ৪২ জনের মৃত্যু ও অসংখ্য সম্পত্তি হানির পর ক্ষতিপ‚রণ ঘোষণা করা হয়েছে। প্রাথমিক হিসেব অনুযায়ী উত্তর প‚র্ব দিল্লিতে পাঁচ দিনের উন্মত্ত হাঙ্গামায় ৮০টি বাড়ি, ৫২টি দোকান, ৫টি গুদাম, ৪টি মসজিদ, ৩টি কারখানা ও ২টি স্কুল ভেঙেচুরে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কতগুলো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তার হিসেব করা হয়ে ওঠেনি। এ পর্যন্ত ১৪৮টি এফআইআর দায়ের করে ৬৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশ এই সব কিছু ক্ষতিপূরণের টাকা দাঙ্গাবাজদের কাছ থেকে আদায় করার কথা ভাবছে। পুলিশের নিহত কনস্টেবল রতন লালের পরিবারকে দেওয়া হবে এক কোটি টাকা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল জানিয়েছেন, নিহতদের পরিবার পিছু ১০ লাখ, চিরতরে পঙ্গু হয়ে গিয়েছেন যাঁরা তাঁদের এবং যাঁদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তাঁদের ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও নানা রকমের ক্ষতি অনুযায়ী বিভিন্ন অংকের টাকা দেওয়া হবে। আর বেসরকারি হাসপাতালে ভর্তি গুরুতর আহতদের চিকিৎসার পুরো খরচ বহন করবে দিল্লি সরকার। ভিওএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুখ্যমন্ত্রী অরবিন্দ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ