Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগরীতে চলছে পুকুর ভরাট

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ১২:০২ এএম

রাজশাহী মহানগরীতে পুকুর ভরাট অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা মানছে না কেউই। এলাকাবাসী ভরাটকারীদের বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ জানিয়ে প্রতিবাদ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছে না। গতকাল শনিবার মধ্যরাত থেকে নগরীর ২৪নং ওয়ার্ডের আহম্মেদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুকুর ভরাট শুরু হয়েছে। আশেপাশের মানুষের ভরসা একমাত্র এই পুকুর। রাজশাহী সিটি কর্পোরেশন। পুকুরটির পাড় সংরক্ষণের জন্য চারলাখ টাকা ব্যায়ে উত্তর পাড়ে প্রোটেকশান ওয়াল নির্মাণ কাজ করছে। সেজন্য পুকুরের পানি সেচে ফেলা হয়েছে। বিষ্ময়কর ব্যাপার হলো পুকুর মালিক রাতারাতি পুকুর ভরাটের কাজ শুরু করে দিয়েছে। হেলাল গংরা রাতভর ট্রাক ট্রাক বালি ফেলেছে। দিনের বেলা শ্রমিক দিয়ে তা ভরাট করছে। সবাই দেখছে। কেউ কেউ প্রতিবাদ করতে গিয়ে নাজেহাল হয়েছে।
সিটি কর্পোরেশনের লোকজনের সামনে পুকুর ভরাটের কাজ হচ্ছে। অথচ রহস্যজনক কারণে নীরব। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলছেন যদি সিটি কর্পোরেশন পুকুর ভরাটে বাধা না দেয়। যদি এতে তাদের মৌন সম্মতি থাকে তবে লাখ লাখ টাকা ব্যায়ে প্রটেকসান ওয়াল করার দরকার কি ?
অনেকে জরুরী ফোন ৯৯৯ এ কোন দিয়ে দৃষ্টি আকর্ষন করেছে। কিন্তু কাজ বন্ধ হয়নি। পুকুর ভরাটকারীরা শুক্র, শনি ছুটির দিন দুটিকে বেছে নিয়েছে। যাতে সিটি কর্পোরেশন বা জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানাতে না পারে। একবার কোন রকম ভরাট করতে পারলে আর ঠেকায় কে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ