Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরের ২০০ বছরের পুরাতন পুকুর ভরাট বন্ধে রিট

প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মাদারীপুরে ২০০ বছরের পুরাতন পুকুর ভরাট বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল রোববার ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। একই সঙ্গে পুকুর পুনরুদ্ধারে সংশ্লিষ্টদের নির্দেশনা চাওয়া হয়। আজ সোমবার হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান তিনি। রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, বন মন্ত্রণালয়ের সচিব, মেয়র মো. খালেদ হোসেন ইয়াদ, মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিবাদী করা হয়েছে।
রিটকারীর ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের বলেন, ২০০ বছরের পুরাতন পুকুর ভরাট-সংক্রান্ত খবর প্রকাশের পর জনস্বার্থে রিট দায়ের করেছি। তিনি বলেন, সংবিধান অনুযায়ী সরকার পরিবেশ সংরক্ষণের নিশ্চয়তা দেবে। কিন্তু সরকারের মন্ত্রীর নির্দেশে পুকুর ভরাট করে পরিবেশ নষ্ট করা হচ্ছে। সংবিধানের ২৭, ৩১, ৩২ ও ৪২(১) অনুচ্ছেদে রয়েছে জনগণের সম্পত্তি রক্ষা করার দায়িত্ব সরকারের। কিন্তু সরকারের লোক সম্পত্তি রক্ষার বদলে ধ্বংস করছে। গত ৬ অক্টোবর গণমাধ্যমে জেলা প্রশাসনের পুকুর ভরাট করছে যুবলীগ-ছাত্রলীগ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে রিট দায়ের করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদারীপুরের ২০০ বছরের পুরাতন পুকুর ভরাট বন্ধে রিট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ