Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাঁঠালিয়ায় মুক্তিযোদ্ধা ও তাঁর সন্তানকে হত্যার হুমকি

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২০, ১২:০১ এএম

কাঁঠালিয়ার দক্ষিণ চেঁচরী গ্রামের এক মুক্তিযোদ্ধা ও তাঁর বিদেশ ফেরত সন্তানকে গুম-খুনের হুমকির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় স্কুল শিক্ষক শাহারুম হাওলাদার ও তাঁর ছেলে সেনা সদস্য মিজানুর রহমানের এ হুমকি দিচ্ছেন। এর পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে মুক্তিযোদ্ধা আবদুল হক জমাদ্দারের পরিবার। এ ঘটনায় তাঁর ছেলে আক্তার হোসেন প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, জেলা প্রশাসক ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে সুবিচার চেয়ে চিঠি পাঠিয়েছেন। অভিযোগে জানা যায়, গত বছরের ১৫ আগস্ট সন্ধ্যায় কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বাড়ি ফিরছিলেন মুক্তিযোদ্ধা আবদুল হক জমাদ্দারের ছেলে আক্তার হোসেন। দক্ষিণ চেঁচরী জমাদ্দার হাট এলাকায় আসলে তাকে দেখে স্থানীয় শাহরুম হাওলাদার, তাঁর ছেলে সেনা বাহিনীর সৈনিক মিজানুর রহমান, তাদের সহযোগী সুমন ঘরামী ও সেলিম ঘরামী ১৫ আগস্ট সম্পর্কে কটূক্তিমূলক কথা বলেন। এর প্রতিবাদ করলে আক্তার হোসেনের পকেটে শোক দিবসের কালো ব্যাজ টেনে ছিড়ে ফেলে দেয় তারা। এসময় তারা আক্তারকে গুম ও খুনের হুমকি দেয়। সৈনিক মিজানুর রহমান তাকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি সেনাবাহিনীতে চাকরি করি, তোকে মেরে ফেললে আমার কিছুই হবে না’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তিযোদ্ধা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ