Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনসহ ৭ জন নিহত

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদাতা | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৪৬ পিএম

রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনসহ ৭ জন নিহত। শনিবার দুপুর সাড়ে ১২ টার সময় রাজশাহী-চাঁপাই মহাসড়কে কাদিপুর নামক স্থানে রাজশাহী থেকে ছেড়ে আসা চাঁপাই গামী একটি প্রাইভেট কার ঢাকা-মেট্রো-খ-১১-৩২৬০ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে প্রাইভেট কারটি দোমড়ে মুচড়ে যায়। এতে করে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সদস্যরা উপস্থিত হয়ে গুরুত্বর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরো ৪ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন রাজশাহীর বোয়ালিয়া থানার ইসলামপুর দেবীসিংপাড়া গ্রামের মৃত ফজলুর রহমান এর ছেলে মোসাব্বর হোসেন আকাশ (৪০), মোসাব্বর হোসেন আকাশ এর স্ত্রী হাসনারা বেগম (৩৫), ছেলে আবিদ আল হাসান (০৭ মাস), মেয়ে মুসফিরা (০৭), ও পৌর এলাকার কেল্লাবারুইপাড়ার রমজান এর স্ত্রী আশিয়া (৩৫), মেহেরচন্ডি এলাকার মতিউর রহমান এর ছেলে ড্রাইভার মাহবুর রহমান (৩৫) এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত অন্যজনের নাম সনাক্ত করা যায়নি। সরেজমিনে গিয়ে দেখা যায়, একই পরিবারের ৬ জন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া ও স্বজনদের কান্নার আহাজারী নেমে এসেছে। গোদাগাড়ী মডেল থানা সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২ টার সময় নিহত মোসাব্বর হোসেন আকাশ একটি প্রাইভেট কারে করে পরিবার নিয়ে গোদাগাড়ীর মহিশালবাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে আসছিলেন, এমন সময় কারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন ও রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন সহ মোট ৭ জনের মৃত্যু হয়। ঘটনাস্থলের নিহত ৩ জনের লাশ থানায় আনা হয়েছে অন্য ৪ জনের লাশ রাজশাহী মেডিকেল হাসপাতালে রয়েছে এবং মৃতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ