Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ভোটকেন্দ্রে সেনাবাহিনীর উপস্থিতি থাকবে’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৬ এএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রে সেনাবাহিনীর উপস্থিতি থাকবে একথা জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম বলেছেন, নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি। যার ভোট তিনি তার কেন্দ্রে গেলেই দিতে পারবেন। সেনাবাহিনীর উপস্থিতি থাকবে, কোনো ঝামেলা হবে না। গতকাল (শুক্রবার) চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে সিটি মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পর্কিত দিকনির্দেশনা সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
নির্বাচনে বিএনপি সেনা মোতায়েন চায় এ প্রসঙ্গে তিনি বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচনে কখনও আমরা সেনা মোতায়েন করিনি। এবারও করবো না।
তবে ‘উপস্থিতি’ থাকবে। ২৯ মার্চ ভোটগ্রহণের আগের দিন পর্যন্ত কয়েকদিনের টানা ছুটির কারণে নির্বাচনের তারিখ ৩১ মার্চে পিছিয়ে দিতে বিএনপির দাবি নাকচ করে তিনি বলেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। কারণ ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। যা চলবে মাসব্যাপী। এরপর রোজা এবং ঈদুল ফিতর রয়েছে। তাছাড়া বর্ষাকালে চট্টগ্রাম শহরে নির্বাচন কল্পনাও করা যায় না। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খান, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচনে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ