Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাত বছর পর একই দলে মাশরাফি-আশরাফুল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট ও জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এবারের আসর মাঠে গড়াবে আগামী ১৫ মার্চ। প্লেয়ার্স বাই চয়েজ সিস্টেমে কিছুটা হলেও রং হারিয়েছিল এই ডিপিএল। অন্তত ক্রিকেটাররা খুশি ছিলেন না মোটেও। ক্রিকেটারদের আন্দোলনের পর এবারের ডিপিএলে নেই সেই প্রথা। ক্রিকেটাররাই পছন্দ করে নিচ্ছেন কোন দলে খেলবেন তারা। এক সময় বাংলাদেশ জাতীয় দলের প্রাণ ভোমরা ছিলেন মোহাম্মদ আশরাফুল-মাশরাফি বিন মুর্তজা। এই দুজন সর্বশেষ ২০১৩ সালে একসঙ্গে খেলেছেন। সেবার বিপিএলের দ্বিতীয় আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে মাঠে নেমেছিলেন আশরাফুল-মাশরাফি। সাত বছর পর একই দলে খেলছেন দুজন।

মার্চের ৩, ৪ ও ৫ তারিখের দলবদলের সময় বেঁধে দেওয়া হয়েছে। এর আগে বেশিরভাগই ক্লাব দল গুছিয়ে ফেলেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড তো তারকা ঠাঁসা দল প্রায় চ‚ড়ান্ত করে ফেলেছে। মোসাদ্দেক হোসেন, নাজমুল হাসান শান্ত, সাইফউদ্দিনদের ধরে রেখে মুশফিকুর রহিম, লিটন দাস, মোহাম্মদ নাইম, আফিফ হোসেন, তাইজুল ইসলামদের দলে টেনেছে তারা।

বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দলে টেনেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, মুস্তাফিজুর রহমানদের নিয়ে শক্ত দলই গড়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মাহমুদউল্লাহ, মুমিনুল হকদের নিয়ে গাজী গ্রæপ ক্রিকেটার্সও লড়াইয়ে পিছিয়ে নেই। তাদের দলে আছে অন‚র্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করে আসা আকবর আলী, শাহাদাত হোসেন।

দল গঠনে পিছিয়েই পড়েছে ব্রাদার্স ইউনিয়ন, মোহামেডান স্পোর্টিং ক্লাব। মন্দের ভালো দল গড়েছে প্রাইম দোলেশ্বর, লিজেন্ডস অফ রুপগঞ্জ। চলুন এক নজরে দেখে নেই দলগুলো।
আবাহনী লিমিটেড
মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ নাইম শেখ, আরাফাত সানি, শহিদুল ইসলাম, আফিফ হোসেন ধ্রæব, আমিনুল ইসলাম বিপ্লব, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান রানা।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব
মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, এবাদত হোসেন, সোহরাওয়ার্দী শুভ, সৈকত আলী, জিয়াউর রহমান, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, তানবীর হায়দার, ইলিয়াস সানি, মিনহাজুল আবেদিন আফ্রিদি।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, রকিবুল হাসান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাইম হাসান, নাজমুল ইসলাম অপু, অলক কাপালি, নাহিদ হাসান, মনির হোসেন, দোলোয়ার হোসেন, শরিফুল ইসলাম, রনি তালুকদার।

গাজী গ্রুপ ক্রিকেটার্স ক্লাব
মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, জাকির হাসান, আরিফুল হক, আকবর আলী, মেহেদী হাসান, সঞ্জিত সাহা, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শাহাদাত হোসেন, ইয়াসির আলী চৌধুরী রাব্বি।

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব
সাইফ হাসান, ইমরান, ফজলে মাহমুদ রাব্বি, মার্শাল আইয়ুব, তাইবুর রহমান পারভেজ, শরিফউল্লাহ, ফরহাদ রেজা, শামীম হোসেন পাটোয়ারী, এনামুল হক জুনিয়র, কামরুল ইসলাম রাব্বি, আবু রায়হান, রেজাউর রহমান রাজা, শফিকুল।

লিজেন্ডস অফ রুপগঞ্জ
শাহরিয়ার নাফীস, নাইম ইসলাম, মেহেদী মারুফ, নাবিল সামাদ, মুক্তার আলী, সানজামুল ইসলাম, সাব্বির রহমান, পিনাক ঘোষ, শফিউল ইসলাম, রুয়েল মিয়া, আল আমিন জুনিয়র, আল-আমিন হোসেন, সাদমান ইসলাম অনিক, সোহাগ গাজী, জাকের আলী অনিক, মোহাম্মদ শহীদ।

ব্রাদার্স ইউনিয়ন
তুষার ইমরান, মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকী, তাসকিন আহমেদ, আলাউদ্দিন বাবু, নাইম ইসলাম জুনিয়র, আব্দুর রাজ্জাক, জাবিদ, জসিমউদ্দিন।

মোহামেডান স্পোর্টিং ক্লাব
শুভাগত হোম, শামসুর রহমান শুভ, অভিষেক মিত্র, আসিফ হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, জাভেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাত বছর পর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ