Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিএসএমএমইউ’র প্রতিবেদন প্রত্যাখ্যান করল ড্যাব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন না হওয়ায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) গভীরভাবে মর্মাহত। খালেদা জিয়ার জামিন না হওয়ায় সংগঠনটির সভাপতি প্রফেসর ডাঃ হারুন আল রশিদ ও মহাসচিব ডাঃ মোঃ আব্দুস সালাম এক যৌথ বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ড্যাব মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জামিন না দেওয়ায় সরকারের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার এক গভীর ষড়যন্ত্রের অংশ। বর্তমান অবৈধ সরকার বেগম খালেদা জিয়াকে কারান্তরীণ অবস্থায় ধীবে ধীরে মুত্যুর দিকে ঠেলে দেওয়ার নীলনকশা বাস্তবায়নের জন্য বিএসএমএমইউ কর্তৃপক্ষ ও সর্বোচ্চ আদালতকে ব্যবহার করছেন। বিএসএমএমইউ কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থার যে রিপোর্ট আদালতে পেশ করেছেন ড্যাব তা প্রত্যাখান করছে।
নেতৃদ্বয় বলেন, ড্যাব মনে করে এই রিপোর্ট অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। রিপোর্টে বিএসএমএমইউতে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা গ্রহণে অস্বীকৃতির যে কথা উল্লেখ করা হয়েছে তা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। বাস্তবতা হচ্ছে রিমাটুড আর্থারাটিস এর জন্য যে চিকিৎসা দেওয়া হয় তার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে রোগীর ভয়ংকার শারীরিক জটিলতা হতে পারে এমনকি মৃত্যুও হতে পারে। যে সকল চিকিৎসক বেগম খালেদা জিয়ার প্রকৃত স্বাস্থ্যগত অবস্থা আদালতে দিচ্ছেনা, জাতিকে আসল সত্য প্রকাশ করছেনা, সেসকল চিকিৎসকের উপর আস্থা রাখার সুযোগ নেই। আর আস্থা না থাকলে কোন রোগীর চিকিৎসা নিতে অস্বীকৃত জানানোই স্বাভাবিক। ড্যাব দ্ব্যর্থহীনভাবে বলতে চায় সুচিকিৎসার অভাবে বেগম খালেদা জিয়ার জীবনে অনাকাক্সিক্ষত কিছু ঘটলে তার দায় দায়িত্ব বিএসএমএমইউ কর্তৃপক্ষকে ও সরকারকে বহন করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড্যাব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ