মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসলামাবাদের সদর দফতরে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) ‘অপারেশন সুফইট রিটর্টে’র প্রথম বর্ষপুর্তি উদযাপন করেছে। এক বছর আগে ২৭ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণ রেখায় অভিযান চালিয়ে ভারতের দুটি জঙ্গিবিমান ঘায়েল করে পিএএফ। একজন ভারতীয় পাইলটকে আটকও করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যকালে পিএএফ প্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খান বলেন: ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি আমরা আমাদের সামর্থ ও সংযম দেখিয়েছি। আমরা যদি আবারো চ্যালেঞ্জের সম্মুখিন হই তাহলে হয়তো আর সংযম দেখাবো না। তিনি একে একটি সুষ্পষ্ট বিজয় উল্লেখ করে বলেন, দ্রুত অ্যাকশন এবং পিএএফের অবাক করা প্রতিক্রিয়া আগ্রাসীদের দম্ভ গুঁড়িয়ে দিয়েছে।
বার্ষিকী উপলক্ষে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার ও এফ-১৬ ফাইটার ফ্লাইপাস্ট ও এয়ার শোতে অংশ নেয়।
পাকিস্তান দিনটিকে ‘বিষ্ময় দিবস’ হিসেবে পালন করে। গত বছর পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমান বাহিনী হামলা চালানোর পরদিন পাকিস্তান প্রতিশোধমূলক হামলা চালিয়ে ভারতের দুটি জঙ্গিবিমান ঘায়েল করে। যদিও ভারত একটি বিমান হারানোর কথা স্বীকার করেছে।
এদিকে বালাকোটের বার্ষিকীতে সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করতে সফল পাল্টা হামলা চালানোর জন্য ভারতের ভারতীয় বিমানবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বিমান বাহিনীর প্রশংসা করে বলেন যে এর মাধ্যমে এই বাহিনী অতুলনীয় সাহসিকার পরিচয় দিয়েছে।
কিন্তু বালাকোটে ভারতীয় বাহিনী সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করেছে বলে মন্ত্রী দাবি করলেও বিষয়টি এখনো বিতর্কিত হয়ে আছে। পাকিস্তান এই দাবি অস্বীকার করে এবং আন্তর্জাতিক মহল ও মিডিয়াকে স্থানটি দেখাতে নিয়ে যায়। সূত্র : স্পুটনিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।