রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
২৯ মার্চ চাঁদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে মেয়র পদে ৩ প্রার্থীসহ ১০১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা নির্বাচন অফিসার মো. হেলাল উদ্দিন জানান, চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮০ ও সংরক্ষিত ওয়ার্ডে ১৮ প্রার্থীসহ মোট ১০১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে আ.লীগের প্রার্থী জেলা আ.লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান জুয়েল, বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. শফিকুর রহমান ভূঁইয়া এবং ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মামুনুর রশিদ বেলাল মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জানা যায়, আগামী ১ মার্চ রোববার যাচাই-বাছাই, ২ থেকে ৪ মার্চ যাচাই-বাছাইয়ে বাতিলকৃত প্রার্থীদের আপিলের সময়। ৮ মার্চ রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। ৯ মার্চ সোমবার চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।