Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বি-স্তরের বিপক্ষে শ্রীলংকাও

প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আইসিসি’র সভায় দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট কাঠামো অনুমোদিত হয়নি। সিইসি (চিফ এক্সিকিউটিভ কমিটি) সভায় এই প্রস্তাবের বিরোধিতা বাংলাদেশ করায় আইসিসি’র পরিচালনা বোর্ডের সভায় প্রস্তাবটি ওঠেনি। আগামী সেপ্টেম্বরে দ্বি-স্তর টেস্ট নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হওয়ার কথা, অক্টোবরে আইসিসি’র সভায় দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট আলোচনায় ওঠার সম্ভাবনার কথা আইসিসি’র সভা শেষে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী ডেভ রিজার্ডসন। এডিনবরায় অনুষ্ঠিত আইসিসি’র সর্বশেষ বার্ষিক সাধারণ সভায় দ্বি-স্তর টেস্টের বিপক্ষে শুধুমাত্র বাংলাদেশ অবস্থান নিয়ে এই প্রস্তাবের বিরোধিতা করেছে বলে বিসিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে শুধু বিসিবিই নয়, শ্রীলংকা ক্রিকেটও এই প্রস্তাবের বিরোধিতা করেছে বলে সম্প্রতি ক্রিকইনফোকে জানিয়েছে শ্রীলংকা ক্রিকেটের সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা। টেস্ট র‌্যাংকিংয়ে সেরা ৭-এ থেকে টেস্টের প্রথম স্তরে খেলার সুযোগ থাকার পরও বিরোধিতা করেছে শ্রীলংকা ক্রিকেটÑ ‘ভবিষ্যতের কথা ভেবেই শ্রীলংকা ক্রিকেট দ্বি-স্তরের টেস্ট সমর্থন করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। পূর্ণ সদস্য যারা, সেখানে দ্বিতীয় স্তর থাকতে পারে না। ক্রিকেটের টেকসই অর্থনীতির জন্য এটা একটা কারণ হতে পারে। যদি ভারত ৮ নম্বরে চলে যায়, তাহলে কি হবে?’
টেস্ট এরিনায় নতুন কাউকে সুযোগ দেয়ার বিরোধিতা করছেন না শ্রীলংকা ক্রিকেটের সভাপতি সুমাথিপালাÑ ‘যদি কেউ উপরে উঠতে চায়, সে উপরে উঠতেই পারে। তাতে সমস্যার কিছু নেই। বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং শ্রীলংকা এভাবেই উঠে এসেছে। কিন্তু তার অর্থ কাউকে নামিয়ে দেয়া হবে, এটা হতে পারে না। যদি টেস্ট লেভেলের প্রসঙ্গ আসে, তাহলে বেশকিছু প্রচেষ্টা থাকতে হবে। আমরা বাংলাদেশের জন্য সেটাই করেছি এবং সেটা একটা সফল গল্প।’
৫ দিনের টেস্ট ৪ দিনে নামিয়ে আনার যে ইসিবি চেয়ারম্যান কলিন গ্রেভস দিয়েছেন, সেই প্রস্তাবকে সমর্থন করছেন সুমাথিপালাÑ ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ৪ দিনের টেস্টকে উৎসাহ দেয়া উচিত। এটা খুবই মজবুত এবং ফলদায়ক হবে। আগামীকে গোলাপী বল এবং ডে-নাইট টেস্ট ফ্যাসিলিটিজ আসছে, তাতে সহজেই প্রতিদিন ৪৫ মিনিট করে খেলার সময় বাড়িয়ে নেয়া সম্ভব। তাতে ৪ দিনের টেস্টে ৪০০ ওভার সম্পন্ন করা সম্ভব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্বি-স্তরের বিপক্ষে শ্রীলংকাও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ