Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলদের রাজকীয় সংবর্ধনা

প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

প্রথমবারের মত ইউরো কাপে অংশ নিয়েই সেমিফাইনালে উঠেছে ওয়েলস। দেশটির ফুটবলে এটাই সবচেয়ে বড় সাফল্য। স্বাভাকিভাবে টুর্নামেন্ট থেকে দেশে ফেরার পর গ্যারেথ বেলদের রাজকীয় সংবর্ধনা দিয়েছে ওয়েলস। পর্তুগালের কাছে ২-০ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর গতকাল দেশে ফেরে ওয়েলস ফুটবল দল। বিমান বন্দর থেকে শুরু করে কার্ডিফের পুরো রাস্তা জুড়েই ছিল সমর্থকদের উপচে পড়া ভীড়। দেশের ফুটবলারদের এক পলক দেখতে এদিন হাজির হয় হাজার হাজার ফুটবলপাগল মানুষ। ছাদখোলা দোতলা বাসে চড়ে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে হাত নেড়ে তাদের ভালোবাসার প্রতিদান দিতে থাকেন বেল-রামসিরা। ওয়েলসের হয়ে টুর্নামেন্টে তিন গোল করা বেলের এমন অভিব্যাক্তিই বুঝিয়ে দেয় সমর্থকদের ভালোবাসা কতটা প্রয়োজন ছিল তাদের এমন উজ্জ্বল পারফরম্যান্সের জন্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেলদের রাজকীয় সংবর্ধনা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ