নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ভারতের রাজধানী দিল্লিতে সপ্তাহের শুরু থেকে চলমান সহিংসতায় প্রাণ গেছে অনেকের। সরকারি হিসেবে মৃতের সংখ্যা ২০ দেখানো হলেও বাস্তবে সেই সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি করেছে একাধিক গনমাধ্যম। আহত হয়েছেন দুইশর অধিক। গত এক দশকের মধ্যে চলমান ঘটনাবলীকে ভারতে সবচেয়ে ভয়াবহ সহিংসতা বলে উল্লেখ করা হচ্ছে। দেশটির বিতর্কিত নাগরিকত্ব আইনের পক্ষ ও বিপক্ষ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের স‚চনা হয়েছিলো রোববার, যা পরে সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নেয় বলে জানিয়েছে বিসিবি।
ছবি এবং ভিডিওতে সয়লাব হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। এসব ছবিতে দেখা গেছে, অগ্নিসংযোগের পাশাপাশি লাঠি-রড নিয়ে মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে আছে সংঘর্ষকারীরা। এমন পরিস্থিতিতে সাধারন মানুষদের মন ভেঙেছে। বাদ যাননি ক্রিকেটাররাও। ভারতে মনুষ্যত্ববোধই বিলুপ্ত বলে টুইট করেছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি, ‘দিল্লির সংহিংসতার যত দৃশ্য দেখেছি হৃদয়টা ততই পুড়ে গেছে। মুসলিমদের সাথে পশুর মতো আচরণ করা হচ্ছে। মনুষ্যত্ববোধ সেখানে (ভারত) বিলুপ্ত। ভালো সময়ের জন্য প্রার্থনা করি।’
হৃদয়ক্ষরণের কথা টুইটারে স্বীকারও করেছেন যুবরাজ সিং। ভারতের হয়ে খেলা আরও দুই ক্রিকেটার বীরেন্দর শেবাগ ও হরভজন সিংও এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন, আহ্বান করেছেন সহিংসতা বন্ধের।
যুবরাজ বলেন, ‘দিল্লিতে যা চলছে তা মন ভেঙে দিচ্ছে। সবাই দয়া করে শান্তি ও স¤প্রীতি বজায় রাখুন। আশা করছি প্রশাসন সংশোধনম‚লক ব্যবস্থা গ্রহণ করে এমন পরিস্থিতি প্রতিরোধ করবে। দিনশেষে আমরা সবাই মানুষ, আমাদের উচিত একে অপরকে ভালোবাসা ও সম্মান করা।’
দিল্লিতে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে শেবাগ বলেন, ‘দিল্লিতে যা ঘটছে তা দুর্ভাগ্যজনক। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল- দিল্লিতে শান্তি বজায় রাখুন। কারও উপর কোনো আঘাত বা কারও কোনো ক্ষতি হওয়া মানে এই দেশের (ভারত) রাজধানীতে একটি আঁচড় লাগা। আমি সবার কাছ থেকে শান্তি ও পবিত্রতা কামনা করি।’
দিল্লির ঘটনায় স্তম্ভিত ও হতাশ হরভজনও, ‘আপনারা নিজেদের মধ্যে কেন দাঙ্গায় জড়িয়েছেন? সবাইকে অনুরোধ করছি- একজন আরেকজনকে আঘাত করবেন না অনুগ্রহ করে।’
টিভিতে দেখুন
নারী টি-২০ বিশ্বকাপ
দক্ষিণ আফ্রিকা-থাইল্যান্ড, সকাল ১০টা
ইংল্যান্ড-পাকিস্তান, দুপুর ২টা
বাংলাদেশ-নিউজিল্যান্ড, আগামীকাল ভোর ৬টা
সরাসরি : জিটিভি/স্টার স্পোর্টস-২
পাকিস্তান সুপার লিগ টি-২০
মুলতান-করাচি, বেলা ৪টা
লাহোর-পেশোয়ার, রাত ৯টা
সরাসরি : পিটিভি স্পোর্টস/ডিস্পোর্ট
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ
নিউজিল্যান্ড-ভারত (২য় টেস্ট), ভোর সাড়ে ৪টা
সরাসরি : স্টার স্পোর্টস-১
ইংলিশ প্রিমিয়ার লিগ
নরউইচ সিটি-লেস্টার, রাত ২টা
সরাসরি : স্টার স্পোর্টস সিলেক্ট-১
টেনিস : এটিপি ৫০০
রিও ওপেন, ভোর ৬টা
সরাসরি : সনি ইএসপিএন
এনবিএ : রেগুলার সিজনস
মিয়ামি-ডালাস, সকাল ৭টা
সরাসরি : সনি সিক্স
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।