Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগস্টে ‘এ’ দলের শ্রীলঙ্কা সফর

প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আগামী বছরের ফেব্রæয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। তবে তার ৬ মাস আগেই শ্রীলঙ্কা সফরের সুযোগ পাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। শ্রীলঙ্কার ডেভেলপম্যান্ট স্কোয়াডের বিপক্ষে তিনটি ৪ দিনের এবং ৩টি এক দিনের ম্যাচ খেলতে আগামী ৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফর করার কথা বাংলাদেশ ‘এ’ দলের। সফরটি এখনো চূড়ান্ত করেনি শ্রীলঙ্কা ক্রিকেট। তবে বিসিবি’র সর্বশেষ সভায় ক্রিকেট অপারেশন্স কমিটির এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে বাংলাদেশ ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরের আইডিয়া দারুণ বলে মনে করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। যাদেরকে পরখ করে দেখার কথা ভাবছেন,শ্রীলঙ্কা সফরে তাদের পারফরমেন্সও দেখার সুযোগ আছে। আগামী ১৭ জুলাই থেকে সরগরম হয়ে পড়বে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। হাই পারফরমেন্স স্কোয়াডের ২৪ ক্রিকেটার ১৭ জুলাই থেকে এবং ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক দলের অনুশীলন শুরু হবে ২০ জুলাই থেকে। সে কারনেই শ্রীলঙ্কা সফরের দল তৈরি নিয়ে তেমন একটা ভাবনায় পড়তে হচ্ছে না প্রধান নির্বাচককেÑ‘হাতে তো অনেক ক্রিকেটার আছে। যদি শ্রীলঙ্কা সফর চূড়ান্ত হয়,তাহলে হাই পারফরমেন্স স্কোয়াড এবং জাতীয় দলের প্রাথমিক ক্যাম্প থেকে ‘এ’ দল তৈরি করা যাবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগস্টে ‘এ’ দলের শ্রীলঙ্কা সফর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ