Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে

পীরগঞ্জে স্পিকার শিরীন শারমিন চৌধুরী

পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে শিশুদের এগিয়ে যাওয়ার আহবান জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। গত বুধবার বিকেলে পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিশু মেলা ও র‌্যালি উদ্বোধনের পর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, মুজিববর্ষে শিশুদের সৃজনশীল হয়ে বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে হবে। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু আজীবন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থেকে মাথা উঁচু করে নিজেদের প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর সেই ত্যাগ থেকে শিশুদের শিক্ষা নিতে হবে। জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে শিশুর মানসিক বিকাশ ও অধিকার সম্পর্ক উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শিক্ষক প্রকল্পের আওতায় ২দিন ব্যাপি শিশুমেলা ও র‌্যালি উদ্বোধনের পর অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক আসিব আহসান সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার হুমায়ুন কবীর।
এ সময় উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. আজিজুর রহমান রাঙা, উপজেলা নির্বাহী অফিসার টিএমএ মমিন, উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা আলম রিনা, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ খলিলুর রহমান, অধ্যাপক নুরুল আমিন রাজা, ময়নুল ইসলাম লাভলু, শাহিদুল ইসলাম পিন্টু, যুবলীগ নেতা মাজহারুল আলম মিলন, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনিসহ রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা আ.লীগের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু

৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ