Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে দেবে না রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ২:৪৬ পিএম

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা নিষেধাজ্ঞাকে আবারো অবৈধ ঘোষণা দিলেন রাশিয়া।
এ বিষয়ে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বুধবার মস্কোয় এক বক্তব্যে বলেছেন, ‘ইরানের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার নিন্দা জানায় রাশিয়া। জাতিসংঘের মাধ্যমে ইরানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করবে মস্কো।’

মঙ্গলবার ইরান বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওয়ের এক বিবৃতির পর এমন বক্তব্য দেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ।

বোগদানোভ বলেন, ‘ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কাজে জাতিসংঘকে ব্যবহার করা অনুচিত। আন্তর্জাতিক আইনে এসব নিষেধাজ্ঞা অবৈধ। যুক্তরাষ্ট্র এই বিশ্ব সংস্থাকে হাতের খেলনায়ও পরিণত করতে চাচ্ছে। রাশিয়া এর ঘোর বিরোধিতা করছে।’

গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরানের সঙ্গে লেনদেন করার কারণে চীন, ইরাক, রাশিয়া ও তুরস্কের ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।

সূত্র: পার্স টুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান-রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ