Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা বার নির্বাচন দ্বিতীয় দিনের ভোট গ্রহণ আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) দ্বিতীয় দিনের ভোট গ্রহণ আজ (বৃহস্পতিবার)। গতকাল বুধবার বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয় প্রথম দিনের ভোট গ্রহণ। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১ ঘণ্টা বিরতিসহ চলে এই ভোট গ্রহণ। ১৮ হাজার ১৫০ জন ভোটার এবার ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্র জানায়, ঢাকা বারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেলে ৪৬ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সিনিয়র অ্যাডভোকেট মুন্সি ফখরুল ইসলাম। যার অধীনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের (সাদা প্যানেল) সভাপতি পদে মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদকে মো. আহসান তারিক দাঁড়িয়েছেন। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে (নীল প্যানেল) সভাপতি পদে মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদকে হোসেন আলী খান হাসান প্রতিদ্বন্দি¦তা করছেন।

সাদা প্যানেলে অন্যপ্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে মো. আবদুল কাদের, সহ-সভাপতিতে মো. ইমাম হোসেন মঞ্জু, ট্রেজারার মো. আনিসুর রহমান আনিস, সিনিয়র সহ-সাধারণ সম্পাদকে এ কে এম হাবিবুর রহমান চুন্নু সহ-সাধারণ সম্পাদকে সিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান হিমেল, লাইব্রেরী সম্পাদকে মো. আতাউর রহমান খান (রুকু), সাংস্কৃতিক সম্পাদকে তাসলিমা আক্তার রীতা, অফিস সম্পাদকে আবা খালেদ মাহমুদ দাইয়ান, ক্রীড়া সম্পাদকে সাইফুল ইসলাম সুমন, সমাজ কল্যাণ সম্পাদকে শায়লা পারভিন পিয়া।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে এ এইচ এম শফিকুল ইসলাম সোহাগ, মো. বাহারুল ইসলাম বাহার, মো. মাসুম মৃধা, মো. সাব্বির হোসেন, সাইফুল ইসলাম, মো. মেহেদী হাসান মেরিন, মো. রমজান আলী সরদার রানা, এ বি এম ফয়সাল সারোয়ার, মো. মাইন উদ্দিন, সুলতানা রাজিয়া রুমা এবং ইমতিয়াজ আহমেদ প্রিন্স।

নীল প্যানেলে অন্য প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে কামাল উদ্দিন, সহ-সভাপতিতে মো. আনিসুর রহমান, কোষাধ্যক্ষে আব্দুল আল মামুন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদকে নিহার হোসেন ফারুক, সহ-সাধারণ সম্পাদকে শাকায়েত উল্লাহ ভূঁইয়া ( ছোটন), লাইব্রেরি সম্পাদকে রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদকে হাবিবা কাদের মিলি, অফিস সম্পাদকে এইচ এম মাসুম, ক্রীড়া সম্পাদকে মনিরুল ইসলাম আকাশ ও সমাজকল্যাণ সম্পাদকে মাহবুবু হাসান রানা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

১৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ