Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিমের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার শামিল : উ. কোরিয়া

প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মানবাধিকার লঙ্ঘন করার অভিযোগে উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং-উনের ওপর প্রথমবারের মত নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জবাবে উ. কোরিয়া বলেছে, কিমের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারি করা সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল। গত বুধবার এই নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট বলেছে, কিম উনসহ উত্তর কোরিয়ার ১০ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা মিলে দেশটির অভ্যন্তরে রাজনৈতিক বন্দীদের নির্যাতন ও হত্যার জন্য সরাসরি জড়িত। ট্রেজারি কর্মকর্তা অ্যাডাম জুবিন বলেছেন, কিম উনের তত্ত্বাবধানে উ. কোরিয়া তার নিজেরদের নাগরিকদের উপর অভাবনীয় নিষ্ঠুরতা দেখাচ্ছে। এর মধ্যে রয়েছে বিচার-বহির্ভূত হত্যাকা-, জোরপূর্বক শ্রম, নির্যাতন ইত্যাদি। মার্কিন এই ঘোষণার পরে উ. কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের দেশের বিরুদ্ধে এটি যুক্তরাষ্ট্রের এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিমের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার শামিল : উ. কোরিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ