নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ সংস্করণে এখন পর্যন্ত অনেকটাই অনুজ্জ্বল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তিন ম্যাচের মধ্যে দুই জয় আসলে তাদেরকে বেশ কষ্ট করতে হয়েছে। আর এক ম্যাচেতো পুলিশে ফেঁসে গেছে বসুন্ধরা।
প্রথম ম্যাচে নবাগত উত্তর বারিধারার বিপক্ষে ১-০ গোলে জিতলেও পরের ম্যাচেই আরেক নবাগত বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে বড় ধাক্কা খায় বর্তমান চ্যাম্পিয়নরা। তাই ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের বিপক্ষে তৃতীয় ম্যাচটি ছিল বসুন্ধরার জন্য ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। কষ্টে হলেও সেই চ্যালেঞ্জ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে দলটি।
মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসুন্ধরা ৩-২ গোলে ব্রাদার্সকে হারিয়ে এক ম্যাচ পরে জয়ে ফিরল। বিজয়ী দলের হয়ে ইব্রাহিম দু’টি ও ড্যানিয়েল কলিন্দ্রেস একটি গোল করেন। ব্রাদার্সের পক্ষে আক্কাস শেখ ও আরূপ কুমার একটি করে গোল শোধ দেন।
মঙ্গলবার ম্যাচের প্রথমার্ধে ২-০ এবং দ্বিতীয়ার্ধের শুরুতে আরো এক গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। এই স্কোর দেখে মনে হয়েছিল ব্রাদার্সকে বিধ্বস্ত করেই বুঝি জয়ে ফিরছে বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু না, সেটা হতে দেয়নি গোপীবাগের দলটি।
১৩ মিনিটের ব্যবধানে দু’গোল করে ম্যাচে নাটকীয় অবস্থার তৈরি করে ব্রাদার্স। যদিও শেষ পর্যৗল্প ম্যাচে ফিরতে পারেনি তারা। বাকি সময় লিড ধরে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা।
এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে যৌথভাবে তালিকার শীর্ষে উেিঠ আসলো বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে নবম স্থানে জায়গা হলো ব্রাদাার্স ইউনিয়নের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।