Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ১২ মাদকসেবীর কারাদন্ড

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ৮:০১ পিএম

ঢাকার কেরানীগঞ্জে এবার ১২মাদকসেবীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার(২৫ফেব্রুয়ারী) দুপুর ১টায় শাক্তা ইউনিয়নের দেয়ানবাড়ি এলাকায় কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও র্নিাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেলের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহায়তায় ১২মাদকসেবীকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে তিনি ১২জন মাদকসেবীর প্রত্যেককে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো আবু সায়েম(২৯), মাহবুব হোসেন(১৮), সুজন শিকদার(২৫), রাজু হাওলাদা(২২), দীপক চন্দ্র(৪০),লিটন মুন্সী(৪০),মুনসুর আলী(৩৫),দারোগা আলী(৫৮),মোঃ সুমন(৩৮)অহিদুল আসলাম(৪৫), এবাদুল হোসেন(৪৮) ও মোঃ মেছের আলী(৫৫)।
এব্যাপারে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল জানান,দেওয়ান বাড়ি এলাকায় কিছু মাদকসেবী মাদক সেবন করে ওই এলাকায় সাধারন মানুষজনকে নানাভাবে উৎপাত করে আসছিল। গোপনে খবর পেয়ে ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ১২জনকে ৭দিন কে কারাদন্ড দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ