Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শোকে নীলাভ যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস শহরে পুলিশের ওপর বন্দুকধারীর হামলার ঘটনায় নিহতদের স্মরণ করে শুক্রবার রাতে নীল রংয়ের আলোয় নীলাভ হয়ে উঠে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, নিহত ৫ পুলিশ কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার রাতে বিভিন্ন ভবনে নীল রংয়ের আলোকসজ্জা করা হয়। অমনি হোটেল থেকে ডালাস স্কাইলাইন, রিইউনিয়ন টাওয়ার এবং ব্যাংক অব আমেরিকান প্লাজা তাদের বাতির রং পরিবর্তন করে নীল রং করে ফেলেছে। অমনি হোটেল ভবনের চারপাশে ওয়ান ডালাস লিখে রাখা হয়েছে। নিহতদের স্মরণ করে ডালাসের গভর্নরের ম্যানশনটিতেও নীল রংয়ের আলোকসজ্জা করা হয়েছে। এছাড়া হাউস্টনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের ভবনগুলোও নীলাভ হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ডালাস শহরে কৃষ্ণাঙ্গদের বিক্ষোভ শুরুর পর দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর স্নাইপার রাইফেল থেকে গুলি চালানো হয়। ওই হামলায় ৫ পুলিশ কর্মকর্তা নিহত হন। আহত হন আরও অন্তত ৭ জন। ডালাস পুলিশের প্রধান ডেভিড ব্রাউন জানান, পরে গাড়ি পার্কিং এলাকায় লুকিয়ে থেকে এক সশস্ত্র ব্যক্তি গুলি চালিয়ে যাচ্ছিলেন। তার সঙ্গে দূর থেকে আলোচনার মধ্য দিয়ে মীমাংসার চেষ্টা চালায় পুলিশ। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সমঝোতা না হওয়ায় ডালাস পুলিশের বোমা স্কোয়াড রোবট জনসনকে হত্যা করে। আলোচনা চলার সময় জনসন জানিয়েছিলেন, কৃষ্ণাঙ্গদের ওপর পুলিশি নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ হয়েই তিনি এ হামলা চালিয়েছেন। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শোকে নীলাভ যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ