পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নবীন প্রবীণ মিলিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে ৫৫টি কাউন্সিলর পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বর্তমান কাউন্সিলদের কাউকে বাদ দেওয়া হয়নি, পাশাপাশি সাবেক বেশ কয়েকজনও রয়েছেন তালিকায়। নতুন করে যোগ হয়েছেন আরও অনেকে যাদের বেশির ভাগ সাবেক ছাত্র ও যুবদলের নেতা।
সরকারি দল আওয়ামী লীগ ১৯ ফেব্রুয়ারি তাদের কাউন্সিলর প্রার্থীদের তালিকা প্রকাশ করে। তার আগেই মেয়র পদে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। মাঠের বিরোধী দল বিএনপি মেয়র প্রার্থী ঘোষণার আগেই কাউন্সিলর প্রার্থী চ‚ড়ান্ত করলো।
নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের দাবি নবীন প্রবীণের সমন্বয়ে প্রার্থী চ‚ড়ান্ত করা হয়েছে। যাদের প্রার্থী দেওয়া হয়েছে তাদের অনেকে বেশ কয়েক বার নির্বাচিত হয়েছেন। সবাই যোগ্য এবং এলাকায় তাদের গ্রহণযোগ্যতা আছে বলেও জানান তিনি।
২০৫ জন নেতানেত্রী কাউন্সিলর পদে দলের সমর্থন চেয়ে আবেদন করেছিলেন। যাছাই বাছাই করে তাদের মধ্য থেকে তালিকা চ‚ড়ান্ত করে রোববার প্রায় মধ্যরাতে তা প্রকাশ করা হয়। তবে বঞ্চিতদের মধ্যে ক্ষোভ-অসন্তোষ বিরাজ করছে। তাদের কেউ কেউ দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
যারা মনোনয়ন পেলেন-১ নম্বর ওয়ার্ডে সিরাজুল ইসলাম রাসেদ, ২ নম্বরে মো. ইয়াকুব চৌধুরী, ৩ নম্বরে মো. ইলিয়াছ, ৪ নম্বরে মাহাবুবুল আলম, ৫ নম্বরে মো. আজম, ৬ নম্বরে হাসান লিটন, ৭ নম্বরে ইসকান্দর মির্জা, ৮ নম্বরে হাসান চৌধুরী, ৯ নম্বরে আবদুস সাত্তার সেলিম, ১০ নম্বরে রফিক উদ্দিন চৌধুরী, ১১ নম্বরে সোহরাব হোসেন চৌধুরী, ১২ নম্বরে শামসুল আলম, ১৩ নম্বরে জাহাঙ্গীর আলম দুলাল, ১৪ নম্বরে আবদুল হালিম (শাহ আলম), ১৫ নম্বরে চৌধুরী সাইফুদ্দিন রাসেদ সিদ্দিকী, ১৬ নম্বরে এ কে এম সালাউদ্দিন কাউসার লাবু, ১৭ নম্বরে এ কে এম আরিফুল ইসলাম, ১৮ নম্বরে মো. মহিউদ্দিন, ১৯ নম্বরে ইয়াসিন চৌধুরী, ২০ নম্বরে হাফিজুল ইসলাম মজুমদার মিলন। ২১ নম্বরে আবু মো. মহসিন চৌধুরী, ২২ নম্বরে এম এ মালেক, ২৩ নম্বরে মো. মহসিন, ২৪ নম্বরে এস এম ফরিদুল আলম, ২৫ নম্বরে শহীদ মো. চৌধুরী, ২৬ নম্বরে মো. আবুল হাশেম, ২৭ নম্বরে মো. সেকান্দর, ২৮ নম্বরে এস এম জামাল উদ্দিন জসিম, ২৯ নম্বরে মো. সালাহ উদ্দিন, ৩০ নম্বরে হাবিবুর রহমান, ৩১ নম্বরে দিদারুর রহমান লাভু, ৩২ নম্বরে সৈয়দ আবুল বসর, ৩৩ নম্বরে আকতার খাঁন, ৩৪ নম্বরে ইসমাইল বালি, ৩৫ নম্বরে অ্যাডভোকেট তারিক আহমদ, ৩৬ নম্বরে মো. হারুন (ডক), ৩৭ নম্বরে মো. ওসমান, ৩৮ নম্বরে হানিফ সওদাগর, ৩৯ নম্বরে সরফরাজ কাদের, ৪০ নম্বরে মো. হারুন, ৪১ নম্বরে মো. নুরুল আফছার।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪টি ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন যথাক্রমে রোকসানা বেগম, শাহেনেওয়াজ চৌধুরী মিনু, জিন্নাতুন নেছা জিনু, সকিনা বেগম, মনোয়ারা বেগম মনি, মাহমুদা সুলতানা ঝর্ণা, অ্যাডভোকেট পারভীন আক্তার চৌধুরী, আরজুন নাহার মান্না, খালেদা বোরহান, জেসমিনা খানম, কামরুন নাহার লিজা, সাহিদা খানম, মনোয়ারা বেগম ও জাহিদা হোসেন ।
পলিথিনে মোড়ানো পোস্টার নিষিদ্ধ
নির্বাচনে প্রার্থীদের প্রচারে পলিথিনে মোড়ানো পোস্টার লাগানো যাবে বলে জানিয়েছেন চসিক নির্বাচনে রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান। তিনি ইনকিলাবকে বলেন, আমরা পরিবেশের জন্য ক্ষতিকর পোস্টার লাগাতে দেব না। প্রার্থীদের শুভেচ্ছা সম্বলিত ব্যানার পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। তিনি বলেন সোমবার মধ্যরাতের মধ্যে এসব পুড়িয়ে ফেলতে বলা হয়েছে। অন্যথা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।