Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার মেরিন ড্রাইভ থেকে ৬ হাজার ৮০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ৯:৩৩ পিএম
কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের মসজিদ মার্কেটের সামনে থেকে ৬ হাজার ৮০০ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ওই ব্যক্তির নাম মোঃ আবু তাহের (৩৮) বলে জানা গেছে।   

সোমবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ টার দিকে অভযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আবু তাহের উখিয়া রাজাপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ টিএনটি শীলের ছড়া এলাকার কবির আহমদের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চান মিয়া বাদী হয়ে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক কক্সবাজার সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

এ মামলায় আবু তাহেরকে একমাত্র আসামি করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মন্ডল।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ