মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আছড়ে পড়ল ভয়াবহ সাহারার বালুঝড়। যার ফলে রবিবার স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে আসা সমস্ত ফ্লাইটগুলি ঘুরিয়ে দেওয়া হয়েছে। বিমানবন্দর অপারেটর এএনএ তরফে এমনই জানানো হয়েছে। এএনএ’র এক মুখপাত্র জানিয়েছেন, ঝড়ের কারণে এখনও পর্যন্ত প্রায় ১৪৪ টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে, এছাড়াও বিমানবন্দর কত দিন বন্ধ থাকবে তা স্পষ্ট করে বলা হয়নি। ফুয়ের্তেভেন্তুরা এবং ল্যাঞ্জারোটের কিছু আউটবাউন্ড সার্ভিস ঝড়ের মধ্যেও চালু ছিল। তবে বাকি বিমানগুলি ঘুরিয়ে দেওয়া হয়েছে বা বাতিল করা হয়েছে। পরিবহন মন্ত্রকের তরফে একটি টুইটে জানানো হয়েছে যে প্রায় ২৩০০ জিএমটির পর থেকে আবহাওয়ার উন্নতি হওয়া শুরু হবে। “ক্যালাইমা” নামে পরিচিত এই বালি ঝড়গুলি যখন তৈরি হয় তখন তীব্র বাতাস সাহারা থেকে বালি শোষণ করে নেয়। ঝড়ের প্রভাবে ব্যহত হয়েছে সেখানকার জনজীবন। বেশ কয়েকজায়গার স্কুল বন্ধ রাখা হয়েছে। সেখানকার সরকারের তরফ থেকে জারি করা হয়েছে সতর্কতা। কে২৪।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।