নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
অলিম্পিক সলিডারিটি কমিশন মেম্বার ও এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) প্রধান নির্বাহী দাতো তৈয়ব ইকরাম সোমবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম পরিদর্শন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় আগামী ৪ থেকে ১২ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু মেন্স জুনিয়র এশিয়া কাপ এন্ড জুনিয়র ওয়ার্ল্ড কাপ হকির বাছাই পর্বের খেলা। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) ব্যবস্থাপনায় ও এএইচএফের সহযোগীতায় টার্ফে গড়াবে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টের আগে মওলানা ভাসানী স্টেডিয়াম কতটা প্রস্তুত তা দেখতেই তৈয়ব ইকরামের এই পরিদর্শন। এসময় তিনি স্টেডিয়ামের ভিআইপি স্ট্যান্ড, মিডিয়া বক্স, আর্টিফিসিয়াল টার্ফ ও ড্রেসিংরুমের অবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে এএইচএফের নির্বাহী কমিটির সদস্য ও বাহফের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশীদ শিকদার সহ অন্যদের সঙ্গে সভা করেন তিনি। সভা শেষে তৈয়ব ইকরাম মিডিয়াকে বলেন,‘মওলানা ভাসানী স্টেডিয়ামে ইতোপুর্বে অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। তাই আমি মনে করি এটি একটি পরীক্ষিত ভেন্যু। জুনিয়র এশিয়া কাপের আগে আরো কিছু কাজ করতে হবে বাহফে’কে। তবেই টুর্নামেন্টটি আরো আকর্ষনীয় হবে। কি কি কাজ করতে হবে তা ইতোমধ্যে আমি বাহফের কর্মকর্তাদের জানিয়েছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।