বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর লালখান বাজার মতিঝর্ণা থেকে দেড় হাজার ইয়াবাসহ মা-ছেলেকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল রোববার মতিঝর্ণা ৫ নম্বর গলির আবদুল মালেক মিয়ার ঘরে অভিযান চালিয়ে হোসনেয়ারা বেগম (৪৫) ও তার ছেলে মো. সুমনকে (২০) গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে ইয়াবা ছাড়াও বিপুল পরিমাণ গাঁজা এবং মাদক বিক্রির পাঁচ লাখ ৬৬ হাজার ৯৬০ টাকা উদ্ধার করা হয় বলেও র্যাব জানায়।
র্যাবের ভাষ্য, দীর্ঘদিন থেকে মা-ছেলে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। মায়ের বিরুদ্ধে মাদকের পাঁচটি এবং ছেলের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।