রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে ফসলের সর্বনাশ, কান্নায় ভাসছে কৃষকের স্বপ্ন। ক্ষতিগ্রস্ত পেঁয়াজের জমিতে নির্বিকার চেয়ে থাকছে সাধুহাটি গ্রামের চাষি আমিরুল ইসলাম। গত শনিবার গভীর রাতে বাড়ির পাশ্ববর্তী মাঠে লাগানো ধরন্তক্ষেত কেটে সাবার করেছে দূর্বৃত্তরা। সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান জিকু জানান।
জানা যায়, উপজেলার হাকিমপুর ইউনিয়নের সাধুহাটি গ্রামের আমিরুল ইসলাম পেঁয়াজ বীজ উৎপাদনের লক্ষে মাঠে ৮ শতক জমিতে পেঁয়াজ রোপন করেন। বর্তমানে সম্পূর্ণ ক্ষেতে ফুল ফুটতে শুরু করেছে।
দূর্বৃত্তরা শত্রুতামূলক পেঁয়াজ বীজের এ ফসল কর্তন করায় এলাকার চাষিদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টি অন্যান্য সাধারণ চাষিদের মাঝেও আতঙ্ক সৃষ্টি করেছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা কনোজ কুমার বিশ্বাস জানান, বর্তমান বাজারমূল্যে আমিরুল ইসলামের প্রায় লাখ টাকা ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকের ছেলে আতিক হাসান বলেন, তার বাবা সামান্য চাষ করে অতিকষ্টে সংসার চালিয়ে আসছেন, এমন সর্বনাশ স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, চাষি আমিরুল ইসলামের ফসলহানি দুঃখজনক লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।