মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দুদিন সফরে সস্ত্রীক ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে ভারত সরকারের তরফে। কিন্তু, অন্য দেশের সফরের সময়ে যা হয় এখানেও তার ব্যতিক্রম হচ্ছে না। সুদ‚র আমেরিকাতে বসেই মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় নজরদারি চালাবে হোয়াইট হাউস ও ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস। আর এই কাজে তাদের সাহায্য করবে ডোনাল্ড ট্রাম্পের জন্য বিশেষভাবে নির্মিত অত্যাধুনিক ক্যাডিলাক লিমুজিন ‘দ্য বিস্ট’। স্টিল, টাইটেনিয়াম, অ্যালুমিনিয়াম ও সেরামিকস দিয়ে তৈরি বডির এই লিমুজিনটিকে সাঁজোয়া গাড়ি বললেও অত্যুক্তি হবে না। পাঁচ ইঞ্চি মোটা ধাতুনির্মিত এই গাড়ির শরীরও প্রচন্ড শক্ত। ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের জন্য বিশেষভাবে নির্মিত এই গাড়ির জানালাতে কাচ ও পলিকার্বনেটর পাঁচটি স্তর রয়েছে। চালকের পাশের জানালা ছাড়া আর কোনওটার কাঁচই খোলা যাবে না। আর চালকের আসনের পাশে থাকা জানালাটিও মাত্র ৩ ইঞ্চি নিচে নামানো যাবে। বুলেটপ্রুফ জ্যাকেট ভেদ করে যাওয়া গুলিও ভাঙতে পারবে না এই জানলার কাঁচ। এছাড়া গাড়ির উপর যদি কেউ হামলা চালায় তা প্রতিহত করার জন্য পাম্প অ্যাকশন শটগানস, নাইট ভিশন ক্যামেরা ও কাঁদান গ্যাসের গ্রেনেড লঞ্চার রয়েছে। অগ্নিনির্বাপণ যন্ত্র ও প্রেসিডেন্টের প্রয়োজন মেটানোর জন্য রক্তের ব্যাগ ও অক্সিজেন সরবরাহের ব্যবস্থা থাকছে। সংবাদ প্রতিদিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।