Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ হনুমান ট্রাম্পের নিরাপত্তায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

প্রথমবারের মতো ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে স্ত্রী মেলানিয়া। তাই ভারতজুড়ে শুরু হয়েছে ব্যাপক তোড়জোড়। নিরাপত্তা থেকে খাতিরদারি, কমতি নেই কিছুতেই। এবার জানা গেল ট্রাম্পের নিরাপত্তায় পাঁচ হনুমানকে মোতায়েন করা হচ্ছে। ভারতের স্থানীয় সংবাদমাধ্যম স‚ত্রে জানা যায়, আগ্রায় তাজমহল পরিদর্শন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবার। যদিও সেই তাজ মহল দর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সঙ্গী হবেন কি-না, তা এখনো সঠিকভাবে জানা যায়নি। প্রধানমন্ত্রী মোদির যাবতীয় সফরস‚চির সঙ্গে ওয়াকিবহাল কর্মকর্তাদের দাবি, তাজমহল দর্শনে ট্রাম্প পরিবারের সঙ্গে থাকবেন না প্রধানমন্ত্রী। এক শীর্ষ কর্মকর্তা বলেন, আমরা প্রধানমন্ত্রীর আগ্রা সফর নিয়ে সংবাদমাধ্যমের খবর দেখেছি। ঐতিহাসিক সৌধ তাজমহল দর্শনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া আসছেন। কিন্তু, সেখানে ভারতের পক্ষে কোনো শীর্ষস্তরের ব্যক্তিত্বের উপস্থিত থাকার কথা নেই। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ