Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মাদক সেবনে বাধা দেয়ায় কুমিল্লায় যুবক খুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ২:২৫ পিএম

কুমিল্লায় মাদক বিক্রি ও সেবনে বাধা দেয়ায় শরীফুল ইসলাম জনি নামে এক যুবককে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। রোববার ভোর ৫টার দিকে সীমান্ত এলাকার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জনি (২৪) ওই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে। এদিকে ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইয়াসিন, রাজীব ও হাসান মিয়া নামে তিনজনকে আটক করেছে।

স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে জনিকে ঘর থেকে ধরে নিয়ে যায় একই এলাকার ১০-১২ জনের সংঘবদ্ধ একটি গ্রুপ। পরে বাড়ির পাশেই বনফুল গলির মাথায় তার বুকে ছুরিকাঘাত করে।

এ সময় তার চিৎকারে স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে তার বুকে বিদ্ধ ছুরিটি বের করতে না পেরে চিকিৎসকরা ঢাকায় স্থানান্তর করেন। ঢাকায় নেয়ার পথে জনি মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছুরিকাঘাতে নিহত

৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ