বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর দুর্গাপুরে গাঁজাবাহি একটি ট্রাক ধাওয়া করতে গিয়ে র্যাব-৫ এর একটি মাইক্রোবাস দূর্ঘটনায় পড়ে এক কর্মকর্তাসহ ৩ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দেবীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ২টার দিকে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস উদ্ধার করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, র্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল মাদকদ্রব্য বহনকারি একটি ট্রাক ধাওয়া করে। এ সময় দেবীপুর এলাকায় র্যাবের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে র্যাবের কর্মকর্তা মাইনুল ইসলামসহ ৩ জন আহত হন। একই সময় ট্রাকটিও দুর্ঘটনার শিকার হয়। রাস্তায় বাঁক নিতে গিয়ে উল্টে যায় ট্রাকটি। এ সময় ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।