Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসসিও ওয়ার্কিং গ্রুপের বৈঠকে ভারতও ছিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

চলতি সপ্তাহে পাকিস্তানে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)’র বিশেষজ্ঞ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে ভারতের একজন সামরিক কর্মকর্তা অংশ নিয়েছেন। পাকিস্তান আইএসপিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে এসসিও’র দুই দিনব্যাপী নবম ‘ডিফেন্স এন্ড সিকিউরিটি ওয়াকিং গ্রুপ (ইডব্লিউইজি)’র বৈঠক ২০ ফেব্রুয়ারি শেষ হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পাকিস্তান ছাড়াও ছিলো চীন, রাশিয়ান ফেডারেশন, কাজাখস্তান, কিরঘিজিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও ভারত। এছাড়া পর্যবেক্ষক হিসেবে বৈঠকে উপস্থিত ছিলো বেলারুশ। এটা ছিলো ‘এসসিও ডিফেন্স এন্ড সিকিউরিটি কোঅপারেশন প্লান-২০২০’ –এর প্রথম বৈঠক। এসসিও সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতার বিভিন্ন দিক ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা যৌথ প্রশিক্ষণ ও সামরিক মহড়াসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপ‚র্ণ ইস্যুগুলোতে তথ্য বিনিময় ও মতামত প্রকাশ করেন। পাকিস্তানের ডন পত্রিকা জানায় সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীদের ফোরামের জন্য আলোচনার খোরাক জোগায় ইডব্লিউইজি। ২০১৭ সালে এসসিও’র স্থায়ী সদস্য হওয়ার পর পাকিস্তান ও ভারতের সামরিক সদস্যরা একই সঙ্গে রাশিয়ায় সামরিক মহড়ায় অংশ নিয়েছে। দি ওয়্যার, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসসিও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ