Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারের মত ওয়েস্টার্ন নির্মাণ করবেন মার্টিন স্করসেসি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

গ্যাংস্টার ও ক্রাইম ড্রামাই তার বিশেষত্ব। কিন্তু এবার ওয়েস্টার্ন ফিল্ম নিয়ে কাজ করবেন হলিউডের সবচেয়ে দক্ষ ও বিখ্যাত পরিচালকদের একজন মার্টিন স্করসেসি। তার প্রিয় তারকা রবার্ট ডি নিরো এবং লিওনার্ডো ডিক্যাপরিয়োকে নিয়ে তার এই চলচ্চিত্র ‘কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন’। ডেভিড গ্র্যানের লেখা একই নামের ইতিহাসভিত্তিক উপন্যাস অবলম্বনে তিনি চলচ্চিত্রটি নির্মাণ করবেন। কাহিনীর পটভূমি ১৯২০ দশকের ওকলাহোমা। বিষয়বস্তু ওসেজ নেশন হত্যাকান্ড। ১৯২১ থেকে ২২ সালের মধ্যে আদিবাসী আমেরিকানরা তাদের জমিতে খনিজ তেল পাওয়া গেলে রাতারাতি বিপুল সম্পদের মালিক হয়ে যায়। এরপর ক্ষমতাবান শ্বেতাঙ্গরা সম্পদ দখলের জন্য একে একে তাদের হত্যা করে। “আমার মনে হয় এটি ওয়েস্টার্ন। কারণ এর কাহিনী ১৯২১ থেকে ১৯২২ সালের ওকলাহোমা। সেখানে অবশ্যই কাউবয়রা ছিল, তবে তারা ঘোড়ার পাশাপাশি গাড়িতেও চড়ত। তবে ফিল্মটির কাহিনী প্রধানত ওসেজদের নিয়ে, এমন এক ইন্ডিয়ান গোত্র যাদের একটি জঘন্য এলাকায় থাকতে দেয়া হয়, তবে তারা এই এলাকাটিকে ভালবেসে গ্রহণ করে কারণ তারা জানত শ্বেতাঙ্গরা এই জায়গাটি নিয়ে কখনও আগ্রহী হবে না। তারপরই তেল আবিষ্কৃত হয়। ১০ বছরের জন্য ওসেজরা বিশ্বের সবচেয়ে ধনি জনগোষ্ঠীতে পরিণত হয়। “তারপর ইউকোন আর কলোরাডো খনি অঞ্চলে শকুনদের আগমন হয়। তারা সব হারায়। ইন্ডিয়ানদের হত্যা করলে নয় বরং কুকুর মারলে জেলে যেত হত এমন পরিস্থিতির উদয় হয়,” স্করসেসি (৭৭) বলেন। তিনি জানা ডিক্যাপরিয়ো কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন, ডি নিরো অভিনয় করবেন ইন্ডিয়ানদের হত্যাকান্ডের প্রধান হোতা উইলিয়াম হেইলের ভূমিকায়। প্রচুর আদিবাসী আমেরিকান অভিনেতা থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ