Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের পূর্বেই স্বৈরশাসনের বিদায় জরুরি আলোচনা সভায় আ স ম আবদুর রব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, স্বাধীনতার সুবর্নজয়ন্তীর পূর্বেই স্বৈরশাসনের বিদায় জরুরি। জনগণের রক্তে অর্জিত রাষ্ট্রের সুবর্নজয়ন্তী পালিত হবে জনগণের সরকার দ্বারা। গতকাল এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জেএসডি’র সাবেক সভাপতি নূর আলম জিকুর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেএসডি এ আলোচনা সভার আয়োজন করে।

আ স ম রব বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ না করার জন্য উপনিবেশিক শাসন ব্যবস্থা দায়ী। বিগত সব সরকার শুধু রাষ্ট্রীয় ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে রাখাকে প্রধান্য দিয়েছে, রাষ্ট্রকে গণতান্ত্রিক করার কোন উদ্যোগ নেয়নি। ফলে রাষ্ট্রকে ক্রমাগত জনগণ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এই অবস্থাা থেকে উত্তোরণের একমাত্র পথ অংশীদারিত্বের গণতন্ত্র।
তিনি বলেন, নূর আলম জিকু ১৯৬২ সালে সিরাজুল আলম খান এর সাথে যুক্ত হওয়ার পর থেকে তিনি দেশের স্বাধীকার ও স্বাধীনতার প্রশ্নে অবিচল ভূমিকা পালন করেছেন।

স্বাধীনাতা উত্তর বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্র ব্যবস্থাাপনা প্রর্বতনের লক্ষ্য নিয়ে গড়ে ওঠা প্রথম রাজনৈতিক দল জেএসডি গঠনে তাঁর অনন্যভ‚মিকা ছিল। নূর আলম জিকু বেঁচে থাকলে আজ অংশীদারিত্বের গণতন্ত্র ও জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন অনেক জোরদার হতো।

দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এ্যাড. ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান কামাল, মোহাম্মদ সিরাজ মিয়া, স্থায়ী কমিটির সদস্য বেগম তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সহ সভাপতি এস এম আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, আবদুর রাজ্জাক রাজা, এস এম রানা চৌধুরী, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবুল মোবারক, মিসেস আনিসা রত্না, ফারজানা দীবা, এ্যাড. সামসুদ্দিন মজুমদার, আজম খান, ছাত্রলীগ এর আহবায়ক তৌফিক উজ জামান পীরাচা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ স ম আবদুর রব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ