Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় হ্যান্ডবল দলের তারকা সড়ক দুর্ঘটনায় নিহত

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া ও দৌলতপুর উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

বয়স হয়েছিল মাত্র একুশ। গত ডিসেম্বরেই নেপালে খেলে এসেছেন এসএ গেমস। জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমানের সামনে সম্ভাবনাময় জীবনই অপেক্ষা করছিল। কিন্তু গতকাল বুধবার সকালে কুষ্টিয়ার দৌলতপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।
শুক্রবার বেলা ১১টার দিকে হোসেনাবাদ সেন্টারমোড়ে স্যালো ইঞ্জিন চালিত ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ট্রলি নিচে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সোলাইমান হোসেন জয় দুপুরে মারা যান।
মুমুর্ষ অবস্থায় সোহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাজবাড়ীতে তিনি মারা যান। সোহানুর রহমান সোহান দৌলতপুর উপজেলা ফিলিপনগর ইউপি’র বাহিরমাদী গ্রামের কালু মন্ডলের ছেলে এবং সোলাইমান হোসেন জয় একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সোহান ছুটিতে বাড়িতে এসেছিলেন। জয় যশোর পলিটেকনিক ইনষ্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
সোলাইমান হোসেন জয়ের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। অপরদিকে সোহানুর রহমান সোহান এর লাশ নিয়ে আসা হচ্ছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে। এদিকে সোহান ও জয়ের মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসছে। নিহতদের পরিবারে চলছে কান্নার রোল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক

১৫ জানুয়ারি, ২০২৩
২১ ডিসেম্বর, ২০২২
২৩ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ