Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরুণের জীবনের সেরা মজার ছবি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ৯:১১ পিএম

সারা আলী খানের সাথে ‘কুলি নাম্বার ওয়ান’-এ অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে। বিষয়টিকে বরুণ উদযাপন করেছেন প্যান কেক খাওয়ার মধ্য দিয়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে খালি গায়ের ছবি পোস্ট করে বরুণ লেখেন, ‘পেনকেক শুক্রবারের এক নম্বর নাস্তা। মাত্রই কুলি নাম্বার ওয়ানের সাথে যুক্ত হলাম।’ তিনি তার ক্যারিয়ারের অন্যতম মজার ছবি হিসেবে ‘কুলি নাম্বার ওয়ান’কে উল্লেখ করেন।

১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ‘কুলি নাম্বার ওয়ান’র রিমেক এটি। পরিচালনায় রয়েছেন ডেভিড ধাওয়ান এবং প্রযোজনায় ভাসু ভাগনানি। ছবির শুটিং শুরু হয়েছিলো গত বছরের ৮ আগস্ট থেকে ব্যাংককে।

গত ১২ আগস্ট সারা আলী খানের ২৪ তম জন্মদিনে ছবিটির প্রথম লুক পোস্টার প্রকাশিত হয়। আগামী ১ মে ‘কুলি নাম্বার ওয়ান’ মুক্তির পরিকল্পনা প্রযোজকদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুলি নাম্বার ওয়ান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ