Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫০ হাজার কোটি টাকা চেয়ে মমতার চিঠি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

রাজ্যের পাওনা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বৃহস্পতিবার চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চিঠিতে মমতা লিখেছেন, কেন্দ্রের কাছে পাওনা বাবদ ৫০ হাজার কোটি টাকা প্রাপ্য রাজ্যের। সেই বকেয়া টাকা মেটানোর আর্জি জানিয়ে চিঠি লিখেছেন মমতা। পাওনার টাকা সময়মতো না মেলায় বিভিন্ন প্রকল্পের কাজে সমস্যা হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি। মমতা লিখেছেন, জিএসটি চালু হওয়ার পর রাজ্যের যে ক্ষতি হয়েছে, সেই বাবদ কেন্দ্রের থেকে যে ক্ষতিপ‚রণ পাওয়ার কথা ছিল, সেই টাকা দেরিতে পৌঁছেছে। এ প্রসঙ্গে মমতা উল্লেখ করেছেন, ওই টাকা ২০১৯ সালের অক্টোবর-নভেম্বরে পাওয়ার কথা ছিল। তা মিলেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে। এরকম করে ৫টি পয়েন্টে বকেয়া টাকার হিসেব উত্থাপন করেছেন মমতা। চিঠির শেষে মমতা মোদীকে আর্জির সুরে লিখেছেন, যাতে এই সমস্যার সমাধান হয়। উল্লেখ্য, গত জানুয়ারিতে রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও রাজ্যের প্রাপ্য টাকা নিয়ে কথা বলেছিলেন বলে জানিয়েছিলেন মমতা। সে সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা আমার সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে, সৌজন্যের মধ্যে পড়ে। রাজ্যের ২৮ হাজার কোটি টাকা পাওনা আছে কেন্দ্রের থেকে। তাছাড়া বুলবুলের ৭ হাজার কোটি টাকা বাকি রয়েছে। রাজ্যের টাকা যেটা আমাদের প্রাপ্য, তা মিটিয়ে দেওয়া হয় যাতে, তা বলেছি’। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিঠি

২৬ জানুয়ারি, ২০২০
২৩ সেপ্টেম্বর, ২০১৯
১৬ আগস্ট, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ