Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পালিয়ে বেড়াতে নারাজ ম্যাথুস

প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : টেস্টের পর ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে লঙ্কানদের ১২২ রানে হারিয়েছে ইংল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩২৪ রান করে ইংল্যান্ড। জবাবে ৪২ ওভার ৪ বলে ২০২ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। হারের পর দলের এমন বাজে পরিস্থিতিতে অধিনায়কত্ব থেকে পালিয়ে বেড়াতে নারাজ লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস, ‘ভালো সময়ের সঙ্গে খারাপ সময় থাকবেই। এই মুহূর্তটা আমার ও পুরো দলের জন্য কঠিন সময়। কিন্তু এ সময় আপনি পালিয়ে বেড়াতে পারেন না। আপনাকে সবকিছুরই মুখোমুখি হতে হবে।’ তিনি আরও যোগ করেন, ‘আমার দলে কিছু ভালো খেলোয়াড় রয়েছে যারা সব সময়ই আমাকে সহায়তা করে। আমি নিশ্চিত আমরা যদি ধীরে ধীরে উন্নতি করি তাহলে এই অবস্থা থেকে উতরে যেতে পারবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পালিয়ে বেড়াতে নারাজ ম্যাথুস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ