Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে প্রশ্নে ঘাবড়ে গেলেন পুতিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৬ এএম

বিশ্বে ক্ষমতাধর ব্যক্তির মধ্যে অঘোষিতভাবে এক নম্বরে এখন রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই পুতিনকে পড়তে হয়েছে বিব্রতকর পরিস্থিতিতে। তাও নিজ দেশের নাগরিকের প্রশ্নে। ঘটনাটি ঘটেছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। বুধবার এক সময়ের পুতিনের রাজনৈতিক উপদেষ্টা মেয়র আনাতোলি সোবচাকের মৃত্যুর প্রতিষ্ঠাবার্ষীকিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এক নারীর প্রশ্নের সম্মুখীন হন পুতিন। ওই নারী হঠাৎ পুতিনকে জিজ্ঞাসা করে বসেন, দয়া করে বলুন মাসে ১০,৮০০ রুবল (১৭০ ডলার) বেঁচে থাকা সম্ভব কিনা? প্রশ্নের উত্তরে খুবই ক্ষিণ কণ্ঠে পুতিন বলেন, আমি মনে করি তা কঠিন। ওই নারী আবারও বলেন, আমি জানি আপনি মাসে ৮ লাখ রুবল পান। এর উত্তরে পুতিন বলেন, রশিয়ার অনেকে উচ্চ আয় করলেও প্রেসিডেন্টের বেতন সর্বোচ্চ নয়। ওই নারী আবারও বলেন, আমার পড়াশোনা থাকা এগুলো বাদ দিলেও প্রতি মাসে বাজার খরচ হয় ১ হাজার রুবল। এছাড়া ফ্ল্যাটের ইউটিলিটি বিল দিতেই ৪ হাজার রুবল খরচ হয়ে যায়। এগুলো কি আপনি ঠিক করবেন না। পুতিন উত্তরে জানান তিনি এই সকল সমস্যার সমাধানের সর্বোচ্চ চেষ্টা করছেন। পরে ওই নারী পুতিনের সঙ্গে একটি ছবি তোলার অনুরোধ জানালে পুতিন তার মনের ইচ্ছা পূরণ করেছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। আরটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুতিন

১৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ