Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাট-কপি-পেস্ট’র উদ্ভাবকের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৬ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের কম্পিউটার বিজ্ঞানীদের মধ্যে অন্যতম ল্যারি টেসলার (৭৪) মৃত্যুবরণ করেছেন। তিনি বহুল ব্যবহৃত কম্পিউটার কমান্ড ‘কাট, কপি ও পেস্ট’ উদ্ভাবন করেছিলেন। গত সোমবার তার মৃত্যু হয়েছে বলে গত বুধবার টুইটারে ঘোষণা দিয়েছে জেরক্স। এক বিবৃতিতে জেরক্স জানায়, কাট/কপি ও পেস্ট, ফাইন্ড ও রিপ্লেসহ আরও বেশ কিছু বহুল ব্যবহৃত কমান্ডের উদ্ভাবক ছিলেন ল্যারি। আর বৈপ্লবিক ধারণার কারণে আমাদের কাজগুলো অনেক সহজ হয়েছে। সোমবার তার মৃত্যু হয়েছে। আসুন তাকে ঊর্ধ্বে তুলে ধরি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করা ল্যারি টেসলাম কম্পিউটারের সঙ্গে মানুষের মিথস্ক্রিয়া বিশেষজ্ঞ হবে নিজেকে গড়ে তুলেছেন। তিনি কাজ করেছেন অ্যামাজন, অ্যাপল, ইয়াহু ও জেরক্স পালো আল্টো রিসার্চ সেন্টারে। পুরনো সম্পাদনার পদ্ধতি যাতে ছাপা অক্ষর এক স্থান থেকে কেটে অন্যত্র আঁটা লাগিয়ে বসানো হয়; তা থেকেই কাট-পেস্ট ধারণার সূত্রপাত। ১৯৮৩ সালে অ্যাপল তার কাট, কপি ও পেস্ট কমান্ডটি লিসা কম্পিউটারে যুক্ত করার পর এই কমান্ড জনপ্রিয়তা পেতে শুরু করে। পরের পর প্রথম ম্যাকিন্টোশ কম্পিউটারে কমান্ডটি যুক্ত করতে তা জনপ্রিয় হয়। সিলিকন ভ্যালির কম্পিউটার ইতিহাস জাদুঘর টুইটারে লিখেছে, টেসলারের লক্ষ্য ছিল কম্পিউটার হবে সবার জন্য। জেরক্স থেকে টেসলারকে ১৯৮০ সালে অ্যাপলে নিয়ে আসেন কোম্পানিটির প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস। এখানে তিনি প্রায় ১৭ বছর কাজ করেন। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ভাবকের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ