ভালোবাসি মাতৃভাষা
‘মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা...’আমার ভাষা, মায়ের ভাষা, বাংলা ভাষা।জন্মেই মাকে মা বলে
সালাম তাসির
স্বপ্নের শব্দ গহ্বর
একটি মৃতমুখ ভেসে ওঠে রোজ
একজন অগ্নি উপাসক
নক্ষত্রের হাতে মঙ্গল দীপ জ্বেলে
ধ্যানমগ্ন হয় চাঁদঘরে।
পথ ভুলে যাওয়া হাত ঘড়িটা
দম বন্ধ করে হাসে
অতীত সামনে এসে হামাগুড়ি দেয় স্মৃতির উঠোনে
সবে দখিনা হাওয়ায় একটি পাখি
কোকিল সুরে সুর মেলালে
আমি সন্তর্পণে শব্দ গহ্বর হয়ে যাই।
সুগন্ধি অক্ষরে সাজানো দেয়াল
কার্ণিশে ঝুলে থাকা সভ্যতার তৈলচিত্র
ঝিঝি পোকাড় কংকালে ইটখোলার দহন দেখে
মনে হয় অচেনা মুখের আড়ালে শ্মশান স্বর্গ।
বারুদ গন্ধের ভেতর থেকে বেড়িয়ে আসা ভোর
আমাকে মহাস্থানগড় থেকে নিয়ে যায় মহেঞ্জোদারো।।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।