পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগের রাজনীতি এবং খেলাধূলা চর্চাকে ইবাদত হিসেবে নিয়েছেন উল্লেখ করে সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, রাজনীতিই বড়। মেয়র পদ বড় কথা নয়। কাজেই কোনো দুঃখ নেই।
গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। মেয়র নাছির বলেন, বঙ্গবন্ধুর খুনীদের বিরুদ্ধে জীবনবাজি রেখে রাজনীতি করেছি, আমৃত্যু বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করেছি। কেউ যদি আমাকে এসে বলতো যে ভাই আমার মেয়রের পদ দরকার আছে, তুমি সরে যাও, আমি ছেড়ে দিতাম। আ জ ম নাছির বলেন, আমি দুঃসময়ের পরীক্ষিত কর্মী। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার জন্য জীবনের ঝুঁকি নিয়ে রাজনীতি করেছি। নতুন করে পরীক্ষা দেয়ার কিছু নেই। ছাত্রলীগ-আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে অনেকবার মৃত্যুর মুখে পড়েছি। আমি যে বেঁচে আছি, সেটাই মিরাকল।
সততা ও স্বচ্ছতার সাথে সিটি কর্পোরেশন পরিচালনা করেছেন উল্লেখ করে মেয়র নাছির বলেন, আমার পক্ষে পরিসংখ্যানই কথা বলবে। আমি নগরবাসীর কাছে ঋণী। চট্টগ্রামের মানুষ আমাকে এতো যে ভালোবাসেন ধারণাই ছিল না।
আ জ ম নাছির বলেন, প্রধানমন্ত্রী মনোনীত মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী করার জন্য যা যা করা দরকার সব করতে সবাইকে অনুরোধ করেছি। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস আ জ ম নাছির উদ্দীনকে কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিক সমাজের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান এবং একজন পরীক্ষিত রাজনৈতিক নেতা হিসেবে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, সিইউজের সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, বিএফইউজের সাবেক সহ-সভাপতি শহীদ-উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।