Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় মৃত্যু উহান হাসপাতালের পরিচালকের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

চীনে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা কমে আসলেও এতে আক্রান্ত হয়ে এবার মৃত্যু হল উহান হাসপাতালের ডিরেক্টরের। এই উহান থেকেই প্রথম ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। গতকাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উহান হাসপাতালে ডিরেক্টর লিউ ঝিংমিং-এর মৃৃত্যু হয়েছে বলে চীনের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রাণঘাতী ভাইরাসটির বিরুদ্ধে চলমান লড়াইয়ে চিকিৎসক-নার্সদের সঙ্গে নির্ঘুম রাত কাটছিল উহানের উচ্যাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিংয়েরও। এ লড়াইয়ে নেতৃত্ব দিয়ে সকলের প্রেরণা জোগাচ্ছিলেন তিনি। কিন্তু ভাইরাসটির প্রাদুর্ভাব একসময় তার শরীরেও দেখা দেয়। অনেক রোগী তার হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও পারলেন না তিনি। করোনা ভাইরাসের কাছে শেষ পর্যন্ত হেরে গেলেন লিউ। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চীনে এই প্রথম করোনাভাইরাসের কারণে কোনও হাসপাতাল ডিরেক্টরের মৃত্যু হল। আরও অন্তত ৬ জন মেডিক্যাল কর্মী ইতোমধ্যেই করোনাভাইরাসের শিকার হয়েছেন। আক্রান্ত অন্তত ১৭১৬ জন। লিউ-এর মৃত্যুতে প্রশাসনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ ছড়িয়ে পড়েছে। মাস্ক বা প্রিভেন্টিভ বডি স্যুট ছাড়াই চিকিৎসা করতে বাধ্য হচ্ছেন মেডিক্যাল কর্মীরা। করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়ার পরেও ছুটি পাচ্ছেন না তারা। এর আগে লি ওয়েনলিয়াং নামে এক ডাক্তারের করোনাভাইরাসে মৃত্যু হয়। এই ডাক্তারই করোনার বিপদ সম্পর্কে প্রথমে সবাইকে সচেতন করার চেষ্টা করে প্রশাসনিক রোষের মুখে পড়েছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ