প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘স্টার ওয়ার্স’ চলচ্চিত্রগুলোতে দর্শকনন্দিত চরিত্র হান সোলোর ভূমিকায় অভিনয় করেছিলেন হ্যারিসন ফোর্ড। সিরিজের এক পর্যায়ে সোলো নিহত হয়, কিন্তু ‘রাইজ অফ স্কাইওয়াকার’ চলচ্চিত্রে চরিত্রটি ফিরে আসে, ব্যাপারটি মূল অভিনেতা ফোর্ড স্তম্ভিত করেছে বলে তিনি জানিয়েছেন। ‘স্টার ওয়ার্স’ সিরিজের ২০১৫’র ‘দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’ পর্বে হান সোলোর ছেলে কাইলো রেন তাকে মৃত হিসেবে ফেলে আসে। পরিচালক জে জে অ্যাব্রামসের সঙ্গে এক কথোপকথনের স্মৃতিচারণ করে ফোর্ড বলেন : “জে জে আমাকে এই চরিত্রটি করার জন্য বললে আমি বলেছিলাম, ‘আমার সঙ্গে মশকরা করছেন? আমি তো মারা গেছি।” তিনি জানান সেসময় পরিচালক জবাব দেন : “এক ধরণের মৃত তা সত্য, তবে আপনি চরিত্রটি তো করতেই পারেন।” ফোর্ড জানান পরিচালক সেই পর্যন্ত এই বিষয়ে কিছু লেখেননি, তবে নিশ্চিত করেন এমনটি হলে দারুণ হতে পারে। ফোর্ড জানান, কাইলো রেনের ভূমিকাটির বেড়ে ওঠার জন্য এটি জরুরি ছিল। কাইলোর ভূমিকায় অভিনয় করেছেন অ্যাডাম ড্রাইভার। “এটি কাহিনীর জন্য জরুরি ছিল। অ্যাডাম ড্রাইভার রূপায়িত চরিত্রের বিস্তারের জন্য এটি করা হয়,” ফোর্ড বলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।